Home / অপরাধ / করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জন পুলিশ হেফাজতে

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জন পুলিশ হেফাজতে

‘করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এতে আক্রান্ত হয়ে বাংলাদেশের দুইজন মারা গেছেন।’

বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে এই গুজব ছড়িয়ে দেয়ার অভিযোগে পাঁচজনকে হেফাজতে নিয়েছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।

দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো, শেখ রানা (ফেসবুক আইডি), এম এ হাসনাত জামিল (ফেসবুক আইডি) সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন কোনো অথেনটিক খবর পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার এবং এ দেশের জনগণ অত্যন্ত দায়িত্বশীলভাবেই এ ভাইরাসের সংক্রমণ বা বিস্তার রোধে কাজ করছে।

ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত  পুলিশ কমিশনার  নাজমুল ইসলাম জানান,   ‘অনেকেই করোনাভাইরাস  সম্পর্কে  অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যারাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচার করবে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে’।

About সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক

এ সম্পর্কিত আরো খবর

বরগুনায় শ্বশুরের কাছে পাওনা টাকা চাওয়ায় ১৬ দিন ধরে শিকলবন্দী জামাই!

বরগুনার পাথরঘাটায় শশুরের কাছে পাওনা টাকা চাইতে এসে নির্যাতনের শিকার হয়েছেন জামাই শফিকুল ইসলাম। তাকে …

প্রায় উলঙ্গ হয়ে ঈদের শুভেচ্ছা-সানাইয়ের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিলেন রাসেল মিয়া (ভিডিও)

সানাই মাহবুব। একজন বিতর্কিত মডেল। একেরপর এক খোলামেলা পোশাকে নিজেকে হাজির করেন তিনি। তাছাড়া খোলামেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *