Home / আন্তর্জাতিক / ‘আবারও বলছি, কোনও মুসলিমের নাগরিকত্ব যাবে না’

‘আবারও বলছি, কোনও মুসলিমের নাগরিকত্ব যাবে না’

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের ঘটনায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। আজ শুক্রবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।

এখনও সেই ইস্যুতে ভারতের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। কেন নাগতিকত্ব আইনে বাদ পড়লেন মুসলিমরা, তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। আরও একবার সেই ইস্যুতে অবশেষে মুখ খুললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার ভুবনেশ্বেরর সভায় গিয়ে সাফ জানালেন, কোনও মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে না এই আইনে। বিরোধীরা মিথ্যা কথা বলছেন বলেও উল্লেখ করেন তিনি।

অমিত বলেন, বিরোধীরা নাগরিকত্ব বিল নিয়ে মিথ্যা প্রচার করছে। আমি আবারও বলছি, এই আইনের জন্য কেউ নাগরিকত্ব হারাবে না। একজন মুসলিমেরও নাগরিকত্ব যাবে না। বিরোধীরা যতই মিথ্যা কথা বলার চেষ্টা করুন, বিজেপি সবসময় সত্যি কথা বলবে।

About সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক

এ সম্পর্কিত আরো খবর

সদ্যজাত শিশুর নাম রাখা হলো ‘লকডাউন’

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আর করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় …

করোনাঃ এপ্রিল সর্বোচ্চ সতর্কতার মাস

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস সংক্রমণের গতি-প্রকৃতি বিশ্লেষণে বাংলাদেশে এপ্রিল মাসকে ‘পিক টাইম’ (সর্বোচ্চ ব্যাপ্তির সময়) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *